করোনার এই সময়ে, তথাকথিত সমাজের লোকচক্ষুর আড়ালে থাকা, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা গ্রামের বেঁদেপল্লির ১৫২ টি পরিবারের কাছে KK Foundation- KKF এর অর্থায়নে দেওয়া হয়েছে সাতদিনের রেশন।
এই মানুষগুলির অধিকাংশের বসবাস হলো নৌকায় এবং তারা নদীর পার বা মাঝ নদী বা প্রত্যন্ত চরে বসবাস করে থাকে । ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক প্রত্যন্ত চরে নৌকায় করেও বেশ কিছু বেদে পরিবারকে রেশন প্রদান করেছেন,
রেশন বিতরণের কার্যক্রম সম্পাদিত হয় গত ৭ এপ্রিল ২০২০। সাতদিনের রেশনে যা দেয়া হয়েছে-
স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে রেশন বিতরণের সার্বক্ষণিক তারা PPE (Personal Protective Equipment) এর পাশাপাশি মাস্ক, হ্যান্ড গ্লোভস, হেড কভারস পরিহিত অবস্থায় ছিল।
যারা সাহায্য করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামীতেও আমাদের পাশে থাকবেন। এক্স-ইনডেক্স গ্রুপ অব কোম্পানি কে তাদের আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করার জন্য আমরা কৃতজ্ঞ।